ওয়ালটন এসির দাম বাংলাদেশ ২০২৫
ওয়ালটন এসির দাম বাংলাদেশ ২০২৫ সালের আপডেট জানার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন। কারণ গ্রীষ্মের তাপদাহে বাসায় কিংবা অফিসে অনেকেই এসি লাগানোর চিন্তাভাবনা করে থাকে তাই বুঝে উঠতে পারে না কোন ব্র্যান্ডেড এসি নেওয়া যায়।
তাই যারা বর্তমানে ওয়ালটন এসির বিভিন্ন ক্যাটাগরির দাম জানতে চান তারা আজকের
আমাদের এই ব্লক পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ সহকারে পড়েন তাহলে
অবশ্যই আপনারা বাংলাদেশের 2025 সালের walton এসির বিভিন্ন মডেলের দাম জানতে
পারবেন।
সূচিপত্রঃ ওয়ালটন এসির দাম বাংলাদেশ ২০২৫
- ওয়ালটন এসির দাম বাংলাদেশ ২০২৫
- ওয়ালটন এসির গুরুত্বপূর্ণ ফিচার সমূহ
- ওয়ালটন ১ টন এসির মডেল ও দাম ২০২৫
- ওয়ালটন ১.৫ টন এসির মডেল ও দাম ২০২৫
- ওয়ালটন এসির দাম বাংলাদেশ ২০২৫ সম্পর্কিত প্রশ্ন উত্তর
- ওয়ালটন ২ টন এসির দাম ও মডেল ২০২৫
- ৩ টন ওয়ালটন এসির মডেল ও দাম ২০২৫
- ওয়ালটন এসির সুবিধা ও অসুবিধা
- ওয়ালটন এসি কেনার আগে খেয়াল রাখা দরকার
- ওয়ালটন এসির দাম সম্পর্কিত আরো কিছু প্রশ্নের উত্তর
- শেষ মন্তব্যঃ ওয়ালটন এসির দাম বাংলাদেশ ২০২৫
ওয়ালটন এসির দাম বাংলাদেশ ২০২৫
ওয়ালটন এসির দাম বাংলাদেশ ২০২৫ মার্কেটে অনেক বেশি আলোচনায় এসেছে। এসির দাম
নির্ধারিত হয় মূলত এসির মডেল, কত টন, ইনভার্টার ও অন্যান্য আরো ফিচার অনুযায়ী।
গরম পড়লে এসির প্রয়োজনীয়তা বেড়ে যায়। তাই গ্রীষ্মকাল এলেই এসির মূল্য নিয়ে
অনেকেই চিন্তিত থাকেন। তবে কোন ব্র্যান্ডের এসি কিনবেন এ নিয়ে চিন্তিত তাই
না?
বাংলাদেশের বাজারে ওয়ালটন এসি ক্রেতাদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়েছে কারণ
দেশীয় ব্র্যান্ড দামে সাশ্রয়ী এবং আধুনিক ফিচার যুক্ত হওয়ায় এর চাহিদা
বেশি। চলুন বাংলাদেশে ২০২৫ সালে আপডেট ওয়ালটন এসির আপডেট মডেলের তালিকা উল্লেখ
করা যাক।
মডেল | ধরন | দাম (প্রায়) | ফিচার | টন |
---|---|---|---|---|
WSN-RIVERINE-12A | নন-ইনভার্টার | ৩৬,৯০০ | দ্রুত কুলিং, R410A গ্যাস | ১ টন |
WSI-RIVERINE-12A (Smart) | ইনভার্টার | ৪৭,৯০০ | স্মার্ট ফিচার, বাজেট ফ্রেন্ডলি | ২ টন |
WSN-KRYSTALINE-18F | নন-ইনভার্টার | ৫৬,০০০ | দ্রুত কুলিং, শক্তি সাশ্রয়ী | ১.৫ টন |
WSI-INVERNA-18C (Inverter) | ইনভার্টার | ৬০,৫০০ | WiFi কন্ট্রোল, ১০ বছরের ওয়ারেন্টি | ১.৫ টন |
WSN-DIAMOND-24B | নন-ইনভার্টার | ৬৬,৫০০ | বড় ঘরের জন্য উপযুক্ত | ২ টন |
WSI-RIVERINE-24C | ইনভার্টার | ৭৪,৯০০ | শক্তি সাশ্রয়ী, আধুনিক ডিজাইন | ২ টন |
WCN-HEXACOMB-36G | নন-ইনভার্টার | ১,৫৭,৯০০ | অফিস বা দোকানের জন্য | ৩ টন |
WFN-FREDDO-36G | ইনভার্টার | ১,৫৪,০০০ | উচ্চ কুলিং ক্ষমতা | ৩ টন |
ওয়ালটন এসির গুরুত্বপূর্ণ ফিচার সমূহ
Walton এসির গুরুত্বপূর্ণ ফিচার সমূহ জানা থাকলে ক্রেতাদের এসি কেনার ক্ষেত্রে
অনেকটা সুবিধা হবে। গরমে এসির প্রয়োজনীয়তা বেড়ে যায় যার কারণে বিভিন্ন
প্রতিষ্ঠান কিংবা বাসা বড়ির জন্য এসি কেনার ক্ষেত্রে ভোগান্তিতে পড়তে হয় কারণ
এসির বিভিন্ন ফিচার সম্পর্কে অভিজ্ঞতা থাকে না যার কারণে অনেক সময় খারাপ পণ্য
দিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে।
আরো পড়ুনঃ ২০২৫ সালে সেরা সৌর প্যানেল প্রস্তুতকারক
- ওয়ালটন এসির ইনভার্টার মডেলগুলো খুবই বিদ্যুৎ সাশ্রয়ী। এবং ইনভার্টার টেকনোলজি থাকার কারণে এসির স্থায়িত্ব বাড়ায়।
- ওয়ালটন এসির স্মার্ট ফিটার রয়েছে যেমন কিছু মডেলের wi-fi ও মোবাইল অ্যাপের মাধ্যমে বা ভয়েস কমান্ড দিয়ে এসি নিয়ন্ত্রণ করা যায়। অর্থাৎ ঘরে না থেকেও রিমোট কন্ট্রোলের মাধ্যমে এসি চালু এবং বন্ধ করা যায়, এছাড়া তাপমাত্রা বাড়ানো কমানো করার সুবিধা রয়েছে।
- ওয়ালটন এসি গুলোতে টার্বো কুলিং অপশন থাকে যার কারণে খুব দ্রুত ঘর ঠান্ডা হয় এবং গরমকালে অত্যন্ত উপকার করে।
- R410 বা R32 ইকো ফ্রেন্ডলি গ্যাস থাকার কারণে পরিবেশবান্ধব ও স্বাস্থ্য নিরাপদ হয়।
- এই এসি গুলোর শব্দ হয় না, কম শব্দে চলার ক্ষমতা রাখে, যার কারণে ঘুমের সময় কোন বিরক্তি অনুভব হয় না।
- ওয়ালটন এসির ওয়ারেন্টি সুবিধা রয়েছে, কম্প্রেসার এর উপরে ৫-১০ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের ফ্রি সার্ভিস সুবিধা থাকে।
ওয়ালটন ১ টন এসির মডেল ও দাম ২০২৫
ওয়ালটন ১ টন এসির মডেল ও দাম ২০২৫ সম্পর্কে যদি জানতে চান তাহলে বলবো যে
আপনারা সঠিক জায়গায় এসেছেন। বর্তমানে গরমের কারণে এসির প্রচুর চাহিদা তাই
আপনাদের সুবিধার জন্য বিভিন্ন মডেলের এসি গুলোর দাম সহ ফিচার উল্লেখ করা হলো
যেন আপনাদের কেনার ক্ষেত্রে সুবিধা হয়।
মডেল নাম | ধরন | আনুমানিক দাম |
---|---|---|
WSN-RIVERINE-12A | নন-ইনভার্টার | ৩৬,৯০০ |
WSI-RIVERINE-12A (Smart) | ইনভার্টার | ৪৭,৯০০ |
Walton WSN-RIVERINE-12F | ইনভার্টার | ৪৬,৯০০ |
Walton WSN-RIVERINE-12C | নন-ইনভার্টার | ৪২,০০০ |
Walton Oceanus 1 Ton AC | ইনভার্টার | ৪৪,৯৪০ |
Walton WSI-RIVERINE-12A | ইনভার্টার | ৪৫,৫০০ |
Walton 1 Ton Inverter AC | ইনভার্টার | ৪৯,৯০০ |
Walton WSN-KRYSTALINE-12A | নন-ইনভার্টার | ৩৭,৯০০ |
Walton WSI-12GC | ইনভার্টার | ৩০,০০০ –৩২,০০ |
ওয়ালটন ১.৫ টন এসির মডেল ও দাম ২০২৫
ওয়ালটন ১.৫ টন এসির মডেল ও দাম সম্পর্কে যদি না জানেন তাহলে সঠিক দামে কেনার
জন্য আমাদের পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। এবং সম্পূর্ণ পড়লে আপনি বিভিন্ন
মডেলের এসির দাম সম্পর্কে জানতে পারবেন। চলুন এখন ওয়ালটন ১.৫ টন এসির ফিচার
মডেল এবং দাম সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব।
মডেল নাম | ধরন | দাম (প্রায়) |
---|---|---|
WSI-KRYSTALINE-18MH | নন-ইনভার্টার | ৭৮,৯৯০ |
WSN-KRYSTALINE-18MH | ইনভার্টার | ৭১,৪৯০ |
WSI-COATEC-18C SOLAR HYBRID | ইনভার্টার (সোলার হাইব্রিড) | ১,০৮,৫০০ |
WSI-OCEANUS-18M | ইনভার্টার | ৬৯,৯৯০ |
WSI-INVERNA-18H PLASMA | ইনভার্টার | ৭৬,৪৯০ |
WSI-INVERNA-18H SMART PLASMA | ইনভার্টার (স্মার্ট) | ৭৮,৪৯০ |
WSI-ACC-18H DIGITAL DISPLAY | ইনভার্টার | ৮১,২৮০ |
WSI-AVIAN-18H PLASMA | ইনভার্টার | ৭৬,৪৯০ |
WSI-COATEC-18H SUPERSAVER | ইনভার্টার | ৭৫,৯৯০ |
WSI-COATEC-18H UV | ইনভার্টার | ৭৬,৯৯০ |
ওয়ালটন এসির দাম বাংলাদেশ ২০২৫ সম্পর্কিত প্রশ্ন উত্তর
প্রশ্ন: ওয়ালটন এক টন এসির দাম কত থেকে শুরু?
উত্তর: আনুমানিক ৪৮৯০০ থেকে শুরু।
প্রশ্ন: ওয়ালটন স্মার্ট এসির দাম কত?
উত্তর: ৬৪ হাজার ৫০০ টাকা থেকে শুরু।
প্রশ্ন: ২০২৫ সালে পল্টনের নতুন মডেল এসেছে কি?
উত্তর: হ্যাঁ, তোদের পঁচিশ সালের কিছু উন্নত প্রযুক্তির নতুন নতুন মডেল
এসেছে।
প্রশ্ন: ওয়ালটন এসি কিস্তিতে কিনতে পারি কি?
উত্তর: হ্যাঁ, ৩-১২ মাস পর্যন্ত কিস্তিতে কেনা যায়।
প্রশ্ন: কোন ব্যাংকের কার্ডে কিস্তি পাওয়া যায়?
উত্তর: প্রায় ৩০+ব্যাংকের ক্রেডিট কার্ডে সুবিধা আছে।
ওয়ালটন ২ টন এসির মডেল ও দাম ২০২৫
ওয়াল্টন ২ টন এসির মডেল ও দাম সম্পর্কে তথ্য জানতে চান তাহলে আপনি সঠিক
জায়গায় এসেছেন। কারণ আজকে ওয়ালটন দুই টন এসি বড় ঘর বা ড্রয়িং রুমের জন্য
উপযুক্ত দ্রুত ঠান্ডা করে। Walton এর 2 টন এসি গুলো ইনভার্টার প্রযুক্তি
ব্যবহার করা হয় যার কারণে বিদ্যুৎ খরচ কম। কারণ সঠিক মডেল এবং দাম সম্পর্কে
ধারণা থাকলে কেনার ক্ষেত্রে ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে।
মডেল নাম | ধরন | দাম (প্রায়) |
---|---|---|
WSI-OCEANUS-24C (Smart Inverter) | ইনভার্টার | ৭৭,৯০০ |
WSI-RIVERINE-24C (Inverter) | ইনভার্টার | ৭৪,৯০০ |
WSI-VENTURI-24C | ইনভার্টার | ৭৬,৫০০ |
WSI-INVERNA-24C (Smart) | ইনভার্টার | ৭৮,৫০০ |
WSN-DIAMOND-24B | নন-ইনভার্টার | ৬৬,৫০০ |
WSI-ACC-24H DIGITAL DISPLAY | ইনভার্টার | ৮২,০০০ |
WSI-BEVELYN-24H | ইনভার্টার | ৮০,৫০০ |
WSI-COATEC-24C | ইনভার্টার | ৮৪,৫০০ |
WSI-COATEC-24C UV | ইনভার্টার | ৮৫,৫০০ |
WSI-AVIAN-24H SMART | ইনভার্টার | ৮৩,৫০০ |
৩ টন ওয়ালটন এসির মডেল ও দাম ২০২৫
৩ টন ওয়ালটন এসির মডেল ও দাম সম্পর্কে জানতে চান তাহলে চলুন, ওয়ালটন ৩ টন এসি
গুলো বড় রুম এবং অফিসের জন্য উপযুক্ত। শক্তিশালী ইনভার্টার থাকার কারণে
বিদ্যুৎ খরচ কম হয়, আর ওয়ালটন এসি গুলো অন্যান্য ব্র্যান্ডের এসির চাইতে
সাশ্রয়ী যার কারণে ক্রেতারা পছন্দ করেন।
মডেল নাম | ধরন | দাম (প্রায়) |
---|---|---|
WCN-HEXACOMB-36G | ক্যাসেট | ১,৩৯,৯৯০ |
WFN-36K-RXXXG | সিলিং টাইপ | ১,৫৪,০০০ |
WCN-HEXACARE-36G | ক্যাসেট | ১,৫৭,৯০০ |
WFN-FREDDO-36G | সিলিং টাইপ | ১,৫৪,০০০ |
WCN-HEXACOMB-48D | ক্যাসেট | ১,৮৪,৯০০ |
WFI-FREDDO-60Z | ফ্লোর স্ট্যান্ডিং | ২,৩৭,৯০০ |
WCN-CORDELIA-18F | ক্যাসেট | ৯৮,০০০ |
WSI-KRYSTALINE-30C | ইনভার্টার | ১,২৭,০০০ |
WSI-AVIAN-24H PLASMA | ইনভার্টার | ৯২,৬০০ |
WSI-INVERNA-24H SMART | ইনভার্টার | ৮৯,৭৯০ |
ওয়ালটন এসির সুবিধা ও অসুবিধা
ওয়ালটন বাংলাদেশের অন্যতম একটি ব্র্যান্ড। এ ব্র্যান্ডের বিভিন্ন ধরনের পণ্য
পাওয়া যায় এসি ফ্রিজ টিভি ব্লেন্ডার মেশিন থেকে যাবতীয় ইলেকট্রনিক্স জিনিস
পাওয়া যায়। ওয়ালটনের পণ্যগুলো খুবই মানসম্মত এবং কেনার উপযোগী। তবে সকল
জিনিসের সুবিধা অসুবিধা দুটি রয়েছে।
সুবিধা
- বাংলাদেশের তৈরি তাই তুলনামূলক কম দামে পাওয়া যায়। এর সার্ভিস এবং পার্টস গুলো সহজলভ্য।
- Walton এসি বিভিন্ন মডেলের রয়েছে এবং টন অনুযায়ী মডেল গুলো পাওয়া যায়। ছোট ঘর থেকে বড় ঘরের জন্য উপযোগী এসি পাওয়া যায়।
- Walton এসি গুলো ইনভার্টার প্রযুক্তি যুক্ত যার কারণে বিদ্যুৎ সাশ্রয় হয় এবং নির্দ্বিধায় এসি চালানো যায়। পরিবেশ বান্ধব গ্যাস থাকার কারণে ওজোন স্তর ক্ষতি করে না এবং নিরাপদ।
- এর কন্ট্রোল সিস্টেম স্মার্ট অর্থাৎ মডেলে ওয়াইফাই স্মার্ট অ্যাপ ও রিমোট কন্ট্রোল সুবিধা খুবই উন্নত।
- ওয়ালটন এসি গুলোর কম্প্রেসারের ৫-১০ বছরের ওয়ারেন্টি রয়েছে। এবং যন্ত্রাংশের ১-২ বছরের ওয়ারেন্টি দেওয়া হয়।
- এ ডিজাইনগুলো খুবই উন্নত এবং সাউন্ড কম, নীরব কুলিং ব্যবস্থা প্রদান করে পরিবেশের জন্য বেশ আরামদায়ক।
অসুবিধা
- ওয়াল্টন এসে হল ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের তুলনায় প্রযুক্তিগত দিক দিয়ে কিছুটা পিছিয়ে আছে। যেমন স্যামসাং এলজি এগুলোর তুলনায় কিছুটা প্রযুক্তি গত দিক দিয়ে পিছিয়ে আছে।
- কিছু ব্যবহারকারীর অভিজ্ঞতা অনুযায়ী কুলিং পারফরম্যান্স স্থায়ী নাও হতে পারে, দীর্ঘ ব্যবহারের ফলে কার্যকারিতা একটু কমে যাওয়ার সম্ভাবনা থাকে।
- কিছু কিছু নির্দিষ্ট মডেলের যন্ত্রাংশগুলো স্থানীয় শোরুম কিংবা দোকানে না পাওয়া যেতে পারে, তবে বিভাগীয় জেলাগুলোতে পাওয়া যাবে।
- কিছু মডেলের খুচরা যন্ত্র গুলোতে ঘাটতি থাকতে পারে যার কারণে স্থানীয় মার্কেটে পাওয়া নাও যেতে পারে।
- কিছু নির্দিষ্ট এলাকায় মেরামতের ক্ষেত্রে দেরি হতে পারে, অর্থাৎ দক্ষ কর্মী ছাড়া ইনস্টলেশন করা একটু কঠিন হয়।
তবে বলা যাই মানুষের মধ্যে যেমন ভালো মন্দ রয়েছে তেমনি এসির মধ্যে ভালো মন্দ
রয়েছে। কোন মানুষ একবারে পারফেক্ট না তেমনি এসি যেহেতু একটি যন্ত্রাংশ সেহেতু
গ্যারান্টি দেওয়া যাবে না যে এটি পারফেক্ট। তবে তুলনামূলক ওয়ালটন এসি এখন
প্রায় ঘরে ঘরে দেখা যায় কারণ দামে সাশ্রয় বলে।
ওয়ালটন এসি কেনার আগে খেয়াল রাখা দরকার
ওয়ালটন এসি কেনার আগে খেয়াল রাখা দরকার অবশ্যই রয়েছে। কারণ ভালো হবে খেয়াল না
রাখলে হয়তো আপনি লসে পড়তে পারেন। এসি কিনতে গেলে অবশ্যই আমরা আগে বাজেটের দিকে
লক্ষ্য করি সেই হিসেবে ঘরের উপযোগী ভালো ইউনিট বেছে নিয়ে এসি কেনা দরকার। সকল
বিষয়ের উপর খেয়াল রেখে এসি ক্রয় করবেন চলুন সেই ধাপগুলো নিজে তুলে ধরার চেষ্টা
করি।
- প্রথমত যেটা খেয়াল রাখতে হবে ঘরের আকার বা আয়তন অনুযায়ী এসি বেছে নিতে হবে। ঘরের আকার যদি
- ১০০-১২০ স্কয়ার ফিট হয় তাহলে ১ টন এসি।
- ১২০-১৮০ স্কয়ার ফিট হয় তাহলে ১.৫ টন এসি।
- ১৮০-২৫০ স্কয়ার ফিট হয় তাহলে ২ টন এসি।
- ২৫০-৩৫০+স্কয়ার ফিট হয় তাহলে ২.৫০-৩ টন এসি।
- ঘর যত বড় হবে এসির প্রাণ ক্ষমতা তত বেশি প্রয়োজন হবে।
- কেনার আগে অবশ্যই ইনভার্টার, নন-ইনভার্টার দেখে ক্রয় করতে হবে। Inverter যুক্ত এসির বিদ্যুৎ খরচ কম হয়, যার ফলে বিদ্যুৎ সাশ্রয় করে। তবে দাম বেশি কিন্তু দীর্ঘস্থায়ী হয়।
- নন ইনভার্টার যুক্ত এসি গুলো তুলনামূলক দাম কম inverter যুক্ত এসির চাইতে। বিদ্যুৎ খরচ বেশি হয়।
- কপার কনডেন্সার যুক্ত এসি গুলো ভালো কুলিং বা ঠান্ডা, টেকসই এবং সার্ভিস ভালো দেয়। কিন্তু অ্যালুমিনিয়াম যুক্ত কনডেন্সার গুলো সস্তা কিন্তু টেকসই কম হয়।
- বিদ্যুৎ খরচ ও EER রেটিং দেখে ক্রয় করুন। উচ্চ EER রেটিং মানে বুঝানো হয়েছে বিদ্যুৎ খরচ কম। ওয়ালটন এসি গুলোতে EER ৩.০ বা তার বেশি হলে ভালো হবে।
- ওয়ারেন্টি এবং ক্রয়ের পর সেলফ সার্ভিস সম্পর্কে আগে ভালোভাবে জেনে নিন। এর পার্স পার্টস পার্টস্ ও সার্ভিস সহজে পাওয়া যাবে কিনা এই এ সকল বিষয়ে ভালোভাবে জেনে নেবেন।
- এসিতে স্মার্ট ফিচার ও স্মার্ট কন্ট্রোল সুবিধা আছে কিনা যাচাই করে নিবেন।
- ডিসকাউন্ট অফার বা দাম তুলনামূলক কম এ ধরনের শোরুমগুলোতে দেখুন। তবে ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইট, শোরুম এবং ই-কমার্স এ দাম ক্রয় করার আগে মিলিয়ে দেখুন।
- কিস্তিতে নেওয়ার সুবিধা, ক্যাশব্যাক পদ্ধতি বা ডিসকাউন্ট অফার দেখে নিতে পারেন।
- অনেক জায়গায় ফ্রি হোম ডেলিভারি এবং ইনস্টলেশন সুবিধা দিয়ে থাকে সেগুলো আগেই জেনে নিন। অনেক সময় ইনস্টলেশন চার্জ আলাদা নিয়ে থাকে সে ব্যাপারেও ভালোভাবে জেনে নেবেন।
ওয়ালটন এসির দাম সম্পর্কিত আরো কিছু প্রশ্নের উত্তর
প্রশ্ন: ব্যাংকের কার্ড এর সুবিধা অনুযায়ী এক্সচেঞ্জ অফার কি আছে ওয়ালটন এসির
কেনার ক্ষেত্রে?
উত্তর: পুরাতন এসি জমা দিয়ে নতুন ওয়ালটন এসি ২৫% পর্যন্ত ছাড়ে কেনা যায়।
প্রশ্ন: এক্সচেঞ্জ অফার এ সর্বোচ্চ কত টাকা ছাড় পাওয়া যায়?
উত্তর: প্রায় ২০,৮০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়।
প্রশ্ন: অনলাইন অর্ডারে অতিরিক্ত ছাড় পাওয়া যায় কি?
উত্তর: হ্যাঁ, নির্দিষ্ট মডেলে ২০% পর্যন্ত স্যার মেলে।
প্রশ্ন: walton এসিতে গিফট প্রাইজ অফার আছে কি?
উত্তর: হ্যাঁ, অনেক সময় মোবাইল, ফ্রিজ কিংবা কুপন দেওয়া হয়।
প্রশ্ন: walton এসি কিভাবে পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করবো?
উত্তর: ফিল্টার প্রতি ২ সপ্তাহে পরিষ্কার করা উচিত সার্ভিসিং প্রতি ৬ মাসে একবার।
শেষ মন্তব্যঃ ওয়ালটন এসির দাম বাংলাদেশ ২০২৫
বাংলাদেশের ২০২৫ সালে ওয়ালটন এসির দাম তুলনামূলক সাবস্ক্রাইব এবং খুবই বৈচিত্র
পূর্ণ। বাসা অফিস কিংবা বাণিজ্যিক ১ টন - ৩ টন পর্যন্ত বিভিন্ন ক্ষমতার এসি
পাওয়া যায় ইনভার্টার ও ইনভার্টার উভয় ধরনের রয়েছে। তবে যারা এসি কিনতে চান
তারা অবশ্যই ঘরের আয়তন অনুযায়ী এসি নিতে পারেন।
কারণ ছোট রুমের জন্য ১ টন এসি যথেষ্ট কিন্তু বড় রুম কিংবা ড্রয়িং রুমের জন্য
নিতে চাইলে ৩ টন এসি ভালো হবে। ওয়ালটনের স্মার্ট প্রযুক্তি, পরিবেশ বান্ধব গ্যাস
ব্যবহার, দীর্ঘমেয়াদি ওয়ারেন্টি, সকল আকর্ষণীয় বৈশিষ্ট্যের কারণে অনেকেই
ওয়ালটন এসিকে বেঁছে নিয়েছে। আশা করি উপরোক্ত সকল আলোচনায় পল্টন এসির দাম
বাংলাদেশ ২০২৫ সম্পর্কে ধারণা পেয়েছে ধন্যবাদ।
টেকিসময় ডট কম ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url