চুলের বৃদ্ধিতে রোজমেরি তেলের ব্যবহার

চুলের বৃদ্ধিতে রোজ মেরি তেলের ব্যবহার বর্তমানে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ রোজ মেরি তেল চুলের বৃদ্ধিতে চুল ঘন করতে সাহায্য করে। চুলের যত্নে অনেকেই কেমিক্যাল যুক্ত পণ্য ব্যবহার করে থাকেন কিন্তু সে সকল পণ্য চুলের ক্ষতি করে থাকে। 

চুলের-বৃদ্ধিতে-রোজমেরি-তেলের-ব্যবহার
তবে আজকের পোস্টে চুলের বৃদ্ধিতে, নতুন চুল গজাতে, চুলের গোড়া মজবুত করতে, রোজমেরি তেলের ব্যবহার, এর কার্যকারিতা সম্পর্কে যারা জানতে চান তারা আজকের পোস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়লে বিস্তারিত জানতে পারবেন।

সূচিপত্রঃ চুলের বৃদ্ধিতে রোজমেরি তেলের ব্যবহার 

চুলের বৃদ্ধিতে রোজমেরি তেলের ব্যবহার ও সঠিক পদ্ধতি

চুলের বৃদ্ধিতে রোজমেরি তেলের ব্যবহার ও সঠিক পদ্ধতি সম্পর্কে ভালোভাবে জানা জরুরী। চুলের যত্ন নিতে বিশেষ করে মেয়েরা পছন্দ করে এছাড়া চুল যখন বেশি উঠতে থাকে তখন মন এমনিতেই খারাপ হয়ে যায়। চুলের যত্নে অনেকে অনেক ধরনের তেল ব্যবহার করে থাকেন, তবে আজকে আপনাদের সাথে কিছু আনকমন পদ্ধতিতে চুলের যত্নে তেল নিয়ে আলোচনা করব। 

আপনারা হয়তো রোজমেরি নাম শুনেছেন। এটি এক ধরনের ভেষজ উদ্ভিদ। মূলত ভূমধ্যসাগরীয় অঞ্চলের উদ্ভিদ কিন্তু পৃথিবীতে এখন বিভিন্ন জায়গায় রোজমেরি গাছ জন্মে। এর পাতাগুলো লম্বা সূচের মত সবুজ ফুল নীল সাদা বা গোলাপি। সুগন্ধি ত্বক, চুল, চিকিৎসা, রান্না বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। চলুন কিভাবে চুলের যত্নে এটি ব্যবহার করা হয় দেখে নেয়া যাক। 

আরো পড়ুনঃ মেয়েদের চুল পড়া বন্ধ করা তেলের নাম

  • প্রথমে একটি ভালো অর্গানিক রোশনি এসেন্সিয়াল অয়েল সংগ্রহ করতে হবে। এরপর সরাসরি মাথার ত্বকে লাগানোর আগে ক্যারিয়ার অয়েল যেমন: নারিকেল তেল, অলিভ অয়েল ইত্যাদির সাথে যুক্ত করে মাথার ত্বকে ব্যবহার করতে হবে। ১ চা চামচ ক্যারিয়ার অয়েলের সাথে ৪-৫ ফোঁটা রোজমেরি তেল দিতে হবে।
  • রোজ মেরি তেল ব্যবহার আগে হালকা গরম করে নিতে পারেন এতে রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং তেল চুলের গোড়ায় ভালোভাবে পৌঁছায়, এ ছাড়া হট ওয়ে ট্রিটমেন্ট ও হয়ে যাবে চুলের জন্য।
  • তেল ব্যবহার করার আগে শুধু চুলে ব্যবহার করলে হবে না, চুলের গোড়ায় ভালোভাবে আঙ্গুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মালিশ করতে হবে, এছাড়া মাথার তালুতে ৫-১০ মিনিট ধরে হাতের তালু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাতে হবে, তাহলে চুলের স্ক্যাল্পে গিয়ে চুল মজবুত করে।
  •  চুলে রোজ মেরি তেল লাগানোর পরে সাথে সাথে শ্যাম্পু করে ধুয়ে ফেলে দিলে এর কার্যকারিতা নষ্ট হয়ে যায়। তাই লাগানোর পর অন্তত আধাঘন্টা রাখুন চাইলে আপনি সারাদিন সারারাত রেখে দিতে পারেন তাহলে চুলের গুনাগুন বৃদ্ধি পাবে। 
  • রোজমেরি তেল ব্যবহারের অন্যতম পদ্ধতি বোতলে ভরে স্প্রে করে। ১ কাপ পানিতে যদি ১০ ফোটা রোজ মেরি তেল ভালোভাবে মিশিয়ে স্প্রে বোতলে ভরে রাখুন। প্রতিদিন চুলে ও স্ক্যাল্পে হালকা করে স্প্রে করে নিবেন। 
  • অনেক সময় মাথায় মেহেদী দেওয়া হয়। যদি অর্গানিক গাছের মেহেদী ব্যবহার করেন তাহলে মেহেদি দেওয়ার আগে মেহেদির সাথে ৫-৬ ফোঁটা রোজমেরি তেল ভালোভাবে মিশিয়ে তারপরে মাথায় ব্যবহার করতে পারেন। 
  • এছাড়া হিয়ার মাস্কের সাথে ব্যবহার যেমন এলোভেরা জেল, দই, মেহেদী, মেথি গুড়োর সাথে হেয়ার মাস্ক বানিয়ে মাথায় ব্যবহার করতে পারেন।
  • শ্যাম্পু করার সময় শ্যাম্পুতে বা কন্ডিশনারে ১০-২০ ফোটা আরো রোজমেরি তেল মিশিয়ে নিতে পারেন।

রোজমেরি তেলের উপকারিতা 

রোজ মেরি তেলের উপকারিতা অনেক।  এ তেল চুলের যত্নে একটি প্রাকৃতিক ও কার্যকরী সমাধান। নিয়মিত চুলে ব্যবহারে এটি চুলের স্বাস্থ্য ভালো রাখে এবং চুল লম্বা করে। চলুন যারা রোজমেরি তেলের উপকারিতা সম্পর্কে জানতে চান তাদের সুবিধার্থে গুরুত্বপূর্ণ উপকারিতা গুলো জানা যাক। 

  • রোজমেরি তেল ব্যবহারে মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়িয়ে দ্রুত চুল বৃদ্ধি করতে সাহায্য করে। 
  • নিয়মিত রোজ মেডিকেল ব্যবহারে চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া বন্ধ করে।
  • অতিরিক্ত চুল পড়ে যাদের চুল কমে গেছে তারা এ রোজ মেরি ব্যবহার করতে পারেন, কারণ রোজ মেরি তেল ব্যবহারে নতুন চুল গজাতে সাহায্য করে। 
  • এর উপাদান চুলের খুশকি এবং স্ক্যাল্প চুলকানি কমাতে সাহায্য করে। 
  • অনেকের অল্প বয়সে চুল পেকে যায় এ ধরনের সমস্যা সমাধানের জন্য  রোজ মেরি তেল ব্যবহার করতে পারেন। প্রশ্নের তেল ব্যবহারে চুল দেরিতে পাকে অর্থাৎ চুল দীর্ঘদিন কালো থাকে। 
  • অনেকের চুলের ড্যামেজ হয়ে যায় চুলের ন্যাচারাল সৌন্দর্য নষ্ট হয়ে যায় তাই চুলের সৌন্দর্য ফিরিয়ে আনতে এবং চুল সুন্দর এবং স্বাস্থ্যকর করতে রোজমেরি তেল ব্যবহার করতে পারেন।
  • বর্তমানে চুলের একটি প্রধান সমস্যা হচ্ছে চুল ফেটে যাওয়া। চুলের অযত্নের কারণে চুল ফেটে যায় তাই চুলের ডগা ফাটার সমস্যা কমানোর জন্য রোজ মেরি ফেল ব্যবহার করতে পারেন। 
  • চুল নরম, মসৃণ, সতেজ এবং সহজে আচড়ানো যায় এমন করে তোলার জন্য রোজমেরি তেলের উপকারিতা বলে শেষ করা যাবে না।
  • অতিরিক্ত টেনশনের কারণে অনেক সময় চুল পড়ে যায়। তাই নার্ভ শান্ত করতে এবং মানসিক চাপ কমিয়ে চুল পড়া নিয়ন্ত্রণে রাখে রোজ মেরি তেল।
  • যারা চুলের ডিজাইন করার ক্ষেত্রে রিবন্ডিং করে এবং চুলের হিট দেয় যার ফলে চুলের অনেক ক্ষতি হয় শেষ চুলের হিট ড্যামেজ থেকে রক্ষা করতে রোজ মেরি তেল খুবই উপকারী।
  • অনেক আছেন যারা চুল নতুন করে বাজানোর জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট ব্যবহার করে থাকেন। কিন্তু কেমিক্যাল ছাড়া প্রাকৃতিক উপায়ে চুল গজানোর জন্য একটি অন্যতম পদ্ধতি হলো রোজ মেরি তেল। 

রোজমেরি তেল বানানোর ঘরোয়া পদ্ধতি 

রোজমেরি তেল বানানোর ঘরোয়া পদ্ধতি যারা এখনো জানেন না তারা আজকের পোস্ট থেকে এ পদ্ধতি গুলো জেনে নিতে পারেন। কারণ ঘরেই আপনি সহজে প্রসেনজিতের তেল তৈরি করতে পারবেন কোন কেমিক্যাল ছাড়াই। ঘরে তৈরি করার পদ্ধতি তেল 100% প্রাকৃতিক হয়। চলুন রোজ মেরি তেল বানানোর পদ্ধতি গুলো তুলে ধরা যাক। 

চুলের-বৃদ্ধিতে-রোজমেরি-তেলের-ব্যবহার
তেল বানানোর উপকরণ

  • রোজমেরির তাজা পাতা ১ কাপ। যদি তাজা পাতা না পান তাহলে বাজার থেকে শুকনা পাতা পাওয়া যায় হাপ কাপ শুকনা পাতা নিতে পারেন।
  • যে কোন ক্যারিয়ার অয়েল যেমন নারিকেল তেল, অলিভ অয়েল, জোজোবা তেল নিতে হবে। 
  • তেল বানিয়ে সংরক্ষণ করার জন্য একটি কাঁচের বোতল। 
  • তেল বানানোর পর চুলগুলো ভালোভাবে ছেঁকে নেওয়ার জন্য একটা ছাঁকনি বা পরিষ্কার কাপড়।
  • তেল গরম করার জন্য স্টিলের পাত্র। 

তেল বানানো পদ্ধতি 

১। প্রথমে রোজমেরি পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর পাতা শুকিয়ে নিতে হবে যেন পানি লেগে না থাকে। চুলার উপরে একটি প্যানে ক্যারিয়ার অয়েল দিন। এবং চুলার আঁচ কম করে রাখুন। এবং প্যানের ভিতরে কেয়ারের অয়েলের সাথে রোজমেরি পাতা দিন, দেওয়ার পরে ১০-১৫ মিনিট হালকা আছে প্যানটি বা পাত্র টি রেখে আস্তে আস্তে নাড়তে থাকুন।

গরম করার সময় এই তেলের ঘ্রাণ পাবেন যখন তেলের ঘ্রাণ ছড়িয়ে পড়বে তখন চুলা বন্ধ করে দিন। এরপর তেল গুলো অন্য পাত্রে বা অথবা সেই পাত্রেই রেখে ঠান্ডা করতে দিন। এরপর তেলগুলোকে ছাকুনি কিংবা পরিষ্কার কাপড় দিয়ে ছেকে কাচের বোতলে ভরে রাখুন। কাচের বোতল ১ সপ্তাহ ফ্রিজ বা ঠান্ডা জায়গায় দেখে দিতে পারেন তাহলে আরো বেশি পোক্ত হয়। এতে ১-২ মাস ব্যবহার করতে পারেন। 

আরো পড়ুনঃ তিলের তেলের ১০ উপকারিতা পুষ্টিগুণ ব্যবহার সতর্কতা

২। প্রথমে একটি পরিষ্কার কাজের পাত্রে বাজারে পাতা দিন। এবং পাতাগুলোর উপরে ক্যারিয়ার অয়েল ঢালুন যেন সম্পূর্ণ রোজমেরি পাতাগুলো ক্যারিয়ার অয়েল দিয়ে ডুবে যায়। এরপর পাত্রটির মুখ ঢাকনা দিয়ে বন্ধ করে দিন। ২-৩ সপ্তাহ রাখুন। প্রত্যেকদিন পাটি একবার করে ঝাঁকি দিবেন। ৩ সপ্তাহ পরে তেলগুলো কে আলাদা আরেকটি বোতলে সংরক্ষণ করুন। এ তেল ৩ মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন।

চুলের বৃদ্ধিতে রোজমেরি তেল এর ব্যবহার সম্পর্কিত প্রশ্ন উত্তর

প্রশ্ন: রোজ মেরি তেল কি শুধু মাথার চুলে ব্যবহার করা যায়?

উত্তর: মূলত মাথার চুলে ব্যবহৃত হলেও ভ্রু ও দাড়ির বৃদ্ধিতে ব্যবহার করা যায়।

প্রশ্ন: রাতে রোজ মেরি তেল লাগিয়ে ঘুমানো যাবে কি?

উত্তর: হ্যাঁ, তবে ক্যাডেট অয়েল দিয়ে মিশিয়ে লাগাতে হবে। 

প্রশ্ন: রোজ মেডিকেল ঘরে তৈরি করা যায় কি? 

উত্তর:হ্যাঁ, শুকনো রোজমেরি পাতা ও অলিভ অয়েল ব্যবহার করে বানানো যায়। 

প্রশ্ন: ফলাফল পেতে কতদিন সময় লাগে? 

উত্তর: গড়ে ৪-৮ সপ্তাহে দৃশ্যমান ফলাফল পাওয়া যায়।

প্রশ্ন: রোজ মেরি তেলে এলার্জি হতে পারে?

উত্তর: হতে পারে, তাই আগে প্যাচ টেস্ট করে নিতে হবে।

রোজমেরি ওয়াটার ব্যবহারের নিয়ম

রোজ মেরি ওয়াটার ব্যবহারের নিয়ম জানার আগে এটি প্রস্তুত করার প্রস্তুত করার পদ্ধতি জানতে হবে। রোজমেরী তেল ব্যবহারের যেমন উপকারিতা রয়েছে তেমনি রোজমেরি ওয়াটার ব্যবহারে কিছু ভালো দিক রয়েছে। রোজ মেরি ওয়াটার চুলের যত্নে একটি অসাধারণ টেকনিক। চুল পড়া কমাতে রোজমেরি ওয়াটার ব্যবহার করতে পারেন এটি খুবই উপকারী এবং নতুন চুল গজাতে সাহায্য করে। 

১ কাপ পানি ২-৩ টেবিল চামচ শুকনো বা তাজা রোজ মেরি পাতা নিতে হবে। প্রথমে পানি ফুটে নেন, এরপর ফুটন্ত পানিতে রোজ মেরি পাতাগুলো দিয়ে দিন।১৫-২০ মিনিট পর্যন্ত পাতাগুলো গরম পানির ভেতরে রেখে ঢেকে রাখুন। যখন পানি ঠান্ডা হয়ে যাবে তখন পানিগুলো ছেঁকে নিয়ে একটি স্প্রে বোতলে রাখুন। এই পানি ফ্রিজে ৫-৭ দিন পর্যন্ত সংরক্ষণ করে ব্যবহার করতে পারেন। 

আরো পড়ুনঃ চুলের যত্নে সিডারউড তেল

  • চুল ধোয়ার পরে শুকনো স্ক্যাল্পে সরাসরি এই স্প্রে ব্যবহার করুন। এরপর আঙ্গুল দিয়ে হালকা মেসেজ করুন যেন ভালোভাবে স্ক্যাল্পে ঢুকে যায়।
  • শ্যাম্পু করার পর ভেজানো পানি দিয়ে চুল ভিজিয়ে নিন। অথবা পানির মতো ঢেলে ব্যবহার করুন। ব্যবহার করার পর ধুয়ে না ফেলে দিয়ে চুল শুকাতে দিন। 
  • রাতে শোয়ার আগে ভালো ঘুমের জন্য রোজ মেরি ওয়াটার ভালোভাবে স্ক্যাল্পে স্প্রে করে মেসেজ করুন। সারারাত রেখে দিয়ে পরদিন ধুয়ে ফেলুন। 
  • এভাবে সপ্তাহে নিয়মিত ৩-৫ দিন ব্যবহার করুন। এর ফল উপভোগ করার জন্য ৪-৬ সপ্তাহ ধৈর্য ধরুন এবং এভাবে চুলের যত্ন চালিয়ে যান। আপনি নিজেই বুঝতে পারবেন এর পরিবর্তন।

রোজ মেরি তেলের দাম বাংলাদেশ

রোজ মেরি তেলের দাম বাংলাদেশ এ বিভিন্ন ব্র্যান্ড বা ওয়েবসাইট গুলোতে ভিন্ন ভিন্ন হয়ে থাকে।বাংলাদেশের রোজ মেরি তেলের দাম ব্র্যান্ড, পরিমাণ ও খাঁটি হওয়ার উপর নির্ভর করে। চলুন জনপ্রিয় ব্র্যান্ডের বর্তমান মূল্য তালিকা সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব।

ব্র্যান্ড / ওয়েবসাইট পরিমাণ মূল্য
Rongdhonu (Daraz) 10ml ৳400
Rongdhonu (Rokomari) 10ml ৳320
Rongdhonu (Shajgoj) 10ml ৳290
Organikaon (Rokomari) 10ml ৳338
Opshori 5ml ৳150
Cosprof 30ml ৳553
Wishcare (Orpa) 15ml ৳870

রোজমেরী পাতার দাম কত 

রোজ মেরি পাতার দাম কত অনেকেই জানতে চান কিন্তু সঠিক তথ্য খুঁজে পাচ্ছেন না। তাই বাংলাদেশের জোস নাকি পাতার দাম বিভিন্ন অনলাইন প্লাটফর্ম এবং জনপ্রিয় স্টোর গুলোর বর্তমান রোজমেরী পাতার মূল্য তালিকা দেওয়া হলো।

ব্র্যান্ড / ওয়েবসাইট পরিমাণ মূল্য
Green Harvest (Daraz) 25 গ্রাম 140
Rongdhonu (Rokomari) 25 গ্রাম 128
Ikebana Organic (Rokomari) 50 গ্রাম 252
Esentia Shop 50 গ্রাম 280
No Brand (Daraz) 50 গ্রাম 129
Rongdhonu (MshopBD) 50 গ্রাম 190
ALIF (Trust Family Needs) 20 গ্রাম 15

রোজমেরি তেলের অপকারিতা 

রোজ মেরি তেলের অপকারিতা রয়েছে। যদিও এর উপকারিতা তুলনামূলক বেশি তবে সব কিছুর একটা লিমিট এবং সার্টিফিকেট রয়েছে। তবে রোজ মেরি তেলের সঠিক ব্যবহার জানলে এর ক্ষতিকর দিক থেকে রক্ষা পাবেন। চলুন কিভাবে তেল ব্যবহারে ত্বকের ক্ষতি হওয়া থেকে রক্ষা পাওয়া যায় এ নিয়ে আলোচনা করা যাক। 

  • যদি মাথার পাকে সরাসরি রোজ মেরী তেল ব্যবহার করেন তাহলে ত্বক লালচে ভাব, রেশ দেখা দিতে পারে। তাই ক্যারিয়ার অয়েলের সাথে যুক্ত করে এ তেল ব্যবহার করবেন।
  • যাদের অ্যালার্জি সমস্যা আছে তারা এই ধরনের তেল সহজে ব্যবহার করা থেকে বিরত থাকবেন। কারণ যাদের ত্বক সংবেদনশীল তাদের জন্য এদের ব্যবহারে এলার্জি হতে পারে। 
  • রোজমেরি তেল চুলের লাগানোর সময় খেয়াল রাখতে হবে যেন চোখে না যায়। কারণ চোখে যদি কোন ভাবে তেল পড়ে তাহলে প্রচন্ড জ্বালাপোড়া এবং চোখ দিয়ে পানি ঝরতে পারে। 
  • অনেকেই মনে করেন প্রতিদিন ব্যবহারে হয়তো মাথার ত্বক এবং চুল পড়া বন্ধ হবে তবে এমনটা কখনোই করবেন না। রেগুলার ব্যবহার না করে সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করুন অতিরিক্ত ব্যবহারে মাথার ত্বক ফেটে যেতে পারে এবং প্রাকৃতিক তেল হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 
  • চুলে এদের ব্যবহারের পরে কখনোই হেয়ার ড্রাই কিংবা স্টেইনার ব্যবহার করবেন না এতে চুল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ অতিরিক্ত তাপে চুল ফেটে গিয়ে চুলের জেল্লা ও চুল ঝরে যেতে পারে। 
  • রোজ মেরি তেল খুবই ঘন এবং আঠালো তাই এই তেল গর্ভবতী বা ইজতেমা দানকারী নারীদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই গর্ভবতী নারীরা এদের ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। 
  • এই তেলের গন্ধ অনেকেই সহ্য করতে পারে না কারণ কারো কারো ক্ষেত্রে শ্বাসকষ্ট কিংবা অস্বস্তি হতে পারে বিশেষ করে যাদের অ্যালার্জি বা অ্যাজমার সমস্যা আছে। 
  • এদের সব সময় ঠান্ডা জায়গায় সংরক্ষণ করে রাখুন তা ও আলোয় তেল নষ্ট হয়ে যায় যা ত্বকের জন্য ক্ষতিকর তাই ঠান্ডা এবং এয়ারকন্ডিশন, অন্ধকার স্থানে রাখুন। 

রোজ মেরি তেরি সম্পর্কিত আরো কিছু (FAQ) প্রশ্নোত্তর 

প্রশ্ন: রোজ মেরে দিলে কি খুশকির জন্য কাজ করে? 

উত্তর: হ্যাঁ, আন্টি ফাংগাল উপাদান থাকায় খুশকি কমায়। 

প্রশ্ন: অন্যান্য কোন তেলের সাথে মেশানো ভালো? 

উত্তর: নারিকেল তেল, অলিভ অয়েল, আমন্ড ওয়েল ইত্যাদি ভালো বিকল্প।

প্রশ্ন: ছেলেদের টাক পড়ার সমস্যা কমায় কি? 

উত্তর: হ্যাঁ, কিছু ক্ষেত্রে নতুন চুল গজাতে সাহায্য করে। 

প্রশ্ন: রোজ মেরি তেল কি হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদিক ব্যবস্থায় ব্যবহৃত হয়?

উত্তর: হ্যাঁ, এটি আয়ুর্বেদিক ও হলিস্টিক চিকিৎসায় বহুল ব্যবহৃত।

শেষ কথাঃ চুলের বৃদ্ধিতে রোজমেরি তেলের ব্যবহার 

অবশেষে বলা যায় যে রোজ মেরি এক ধরনের আয়ুর্বেদিক এবং ভেষজ উদ্ভিদ দ্বারা তৈরি এসেনশিয়াল ওয়েল। এই উইল যেমন চুলের ত্বকের জন্য এবং চুলের জন্য কার্যকরী তেমনি বাজারে এই তেল সহজে পাওয়া যায় না। তবে যারা একটু দীর্ঘস্থায়ী চুলের ট্রিটমেন্ট করতে চান তারা অবশ্যই এই রোজ মেরী তেল ব্যবহার করতে পারেন।

 অল্প কিছুদিন ব্যবহারে এর ফলাফল পাবেন না। তাই ধৈর্য ধরে ব্যবহার করতে থাকুন তাহলে চুলের বিভিন্ন সমস্যা থেকে সমাধান পেতে পারেন। আশাকরি আজকের পর থেকে চুলের বৃদ্ধিতে রোজমেরি তেলের ব্যবহার সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছেন। যারা এর ব্যবহার বিধি বা আনুষঙ্গিক বিষয় সম্পর্কে জানেন না পুষ্টি সম্পন্ন করলে আপনাদের কাঙ্খিত উত্তর পেয়ে যাবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

টেকিসময় ডট কম ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url